এক কেজি জীবনে দুই কেজি হতাশা।
এক কিলোবাইট হৃদয়ে এক গিগাবাইট আশা।
আমি চাই তারাটাকে হাতের মুঠোয় পেতে,
আবার আমার মনটা চায় চাঁদের দেশে যেতে।
মন চায় হতে আমায় নীল আকাশের মেঘ,
মন চায় রংধনু আনতে পাই যতই বেগ।
মন চায় হব আমি উড়ন্ত পাখির ডানা,
মন চায় উড়তে সদায় কর যতই মানা।
মন চায় ঝর্ণা হতে পাহাড় থেকে পরতে,
মন চায় আকাশ থেকে প্রজাপতি ধরতে।
মন চায় নদী হতে হতে নদীর জল,
মন চায় হতে আমায় বীর মানবের বল।
মন চায় হতে আমায় কোকিল রুপী পাখি,
মন চায় হতে চাই প্রিয় মানুষের আঁখি।
যত পায় তত চায় আমার অবুঝ মন,
হতাশ হয়ে বল আমি করি কি এখন?