আপন মন আর কি আপন থাকে,
মন যদি পায় তার প্রিয় কাউকে।
এক সাথে থাকি এক সাথে ঘুমাই,
তার কষ্টে আমিও যে কষ্ট পাই।
তার সুখে আমিও সুখী,
তার আবেগের হইও ভাগী।
হঠাৎ তার চোখে পড়ল এক চোখ,
তখনই বুঝলাম তাকে ধরেছে মরণব্যাধি এক
রোগ।
প্রতিদিনই চলে এ ভাব,
আমি বলি এতে কি লাভ?
বল যত আছে তোমার কথা,
যদি পাও একটু ব্যাথা।
অবশেষে ভেঙ্গে সব ভয়,
বল দিল যদি প্রেম হয়!!!!
হল না হল না হল না প্রেম,
আসলে সে নাকি বিবাহিত মেম।
কষ্টের আগুনে জ্বলে পুরে হল সে ছাই,
আমি দেখি আমার বুকের মনটা আর নাই।
একি হল আমি তো কিছু করি নাই,
তাহলে কেন হল আমার মনটা পুরে ছাই??
অবশেষে বুঝতে পারিলাম ভাঙ্গিল আমার
ভুল,
আমি আর মন হল যেমন গাছ আর ফুল।