বাংলা আমার জন্মভুমি, বাংলা
আমার মা।
বাংলা আমার সোনার খনি, যা মুখে
বলার না।
বাংলা আমার মুখের বলি, বাংলা
আমার ভাষা।
বাংলার জন্য যেন মরতে পারি, এটাই
আমার আশা।
বাংলার জন্য যারা জান করলো দান,
আমি বলবো তারাই হল বাংলার বীর
সন্তান।