অন্তর নিহিত ভাবনার বহিঃ প্রকাশে তোমার দেওয়া কষ্টের অনেক দাম,
আমি পাব ধিক্কার আর করুনা কিন্তু তোমার হবে অনেক নাম।
তাই তো মনির খানের ভাবনার বহিঃপ্রকাশ হল তার গানে,
অজ্ঞনা নামের সেই মেয়েটি স্থান পেল মানুষের প্রাণে।
লালন হল সমাজ ছাড়া হল দেশান্তরি।
কষ্টের চাবি আটকে গেলে লালনের গান ধরি।
মনের ভাব প্রকাশের জন্য হল ভাষার সৃষ্টি,
কষ্টের ভাব প্রকাশ করে মাবনের দুই দৃষ্টি।