হতাশার শেষ প্রান্তে আমার অপরাধ জানতে অশ্রু সিক্ত চোখে ক্ষত বিক্ষত হৃদয়ে রাতের জোনাকিকে প্রশ্ন করলাম
কেন আমি সব হারা,
কোথায় গেল সুখের ভাগি ছিল যারা?
জোনাকি বলিলো আমায় হাসি মুখে,
কখনো কি ছিলে তুমি সুখে?
নিভু নিভু জ্বলি আমি শুধু রাতে,
মলিন হতে হয় সূর্য্য জ্বলার সাথে সাথে।
একদিন এক দুষ্ট ছেলে আমায় ধুরিলো,
দেওয়াল বিশিষ্ট এক বোতলে ভরিলো।
নিয়ে গেল কোন এক দুর অজানায়,
যেখানে রাতেও জ্বালার উপায় নাই।
চারদিকে জ্বলে লাল, নীল সবুজ বাতি,
হতে হলো মানুষের তৈরী আলোর সাথী।
কোন মতে চলে এলাম আপন দেশে,
এখানেও থাকতে হচ্ছে এখন অন্ধের বেশে।
রাতের আকাশে চাঁদ হাসে নিয়ে তার আলো,
তার সৌন্দর্যে আমার আলো হয় কালো।
ভাই এই জীবনে আমি সুখ দেখি নাই,
দুঃখ আছে সত্য তা বলতে চাই।