বসে নিরালায় ভাবছি পৃথিবীটা আমার হাতে,
কেন এত মায়া কেন এত স্মৃতি তোমার সাথে?
হাতের উপর পৃথিবীটা জবাব দিল ভাই,
আমার কাছে অনন্তকাল থাকার উপায় নাই।
আমি হলাম মানবের পরিক্ষার কেন্দ্র,
পরিক্ষার শেষে সবার জন্য আমার দুয়ার বন্ধো।
একবার চলে গেলে আর কোনদিন আসতে পারবেনা আমার তরে কেউ,
হয়তো এই ভাবনায় মানবের মনে উঠতে পারে দুঃখ কষ্টের ঢেউ।
ভাবনা থেকে উঠে তাই কেঁদে বললো আমার মনঃ-
এসেছি আজব গ্রহে খেলতে আজব খেলা,
খেলতে খেলতে বুঝার আগে চলে যাবে বেলা।
কখন যেনো চলে আসবে জীবন তরীর মাঝি,
আসবে চলে বিদায় দিতে ইমাম নামক কাজী।
মায়ায় ভরা স্মৃতি দিয়ে ঘেরা ছোট্ট একটা দেহ,
আপন আত্না বিদায় নিবে পারবে না রাখতে কেহ।
চারিদিকে মাটির প্রাচীর থাকবে দুয়ার বন্ধ,
অন্ধকারময় খোয়ারে নিজেকে মনে হবে অন্ধ।