মনের বাসনা কেন তুমি আসো না।
চোখের কোণে ঝরে নিষ্ফল জল
বৃথা যাবে কি আমার এ কন্দন?
ধুয়া ছাড়া এ কেমন অনল জ্বলে,
রবির আলোর শেষে
অন্ধকার ধরনী
আকাশে চাঁদের আলো।
আখি নিভিতে চায়,
সে লগ্নে খুজে তোমায়।
হাতে হাত রেখে তাকায় আখির মাঝে
আর বলতে থাকে তুমি কোথায়
তুমি কোথায়।
ঠিক যেন রহস্য আর রহস্য
যেমনটা ঐ সন্ধ্যার আকাশে চাঁদ তারার আলোকরশ্মির খেলা।
সেই রহস্যের ছোয়া আমি দেখেছিলাম তোমার আখিতে।
তাই বলিতে হয়-
"ললনা কেন করিলে ছলনা"