প্রিয়া হারানোর শেষ লগ্নে স্মৃতিগুলোকে সম্বল করে ভরাকান্ত হৃদয়ে মন বলে উঠলো:
ওগো মোর প্রিয়া দাও মোরে বিদায়,
কিছু বাকি থাকলে করতে পার আদায়।
যাব চলে কোন এক দুর অজানায়
যেখানে এই নষ্ট জীবনকে মানায়।
কেন স্বপ্ন দিলে, কেনই বা কাছে টেনে নিলে?
আবার আজ কেন দিলে দুরে ঠেলে?
জানি সব জানি আবার মন থেকে মানি।
তুমি তো স্বপ্ন বণিক দেখাও স্বপ্ন সবে,
স্বপ্ন পিপাসু যত সব তোমার অপেক্ষায় রবে।
ছুটবে তোমার মনের তরে পেতে একটু থাই,
পাবার নেশায় নষ্ট হবে ভাইয়ের হাতে ভাই।
আজব গ্রহের নিয়ম মতে একজন হবে তোমার ঢাল,
উচিত হবে দেখে নেওয়া তার হালচাল।
আমি তো সামান্য এক আগুনে পোড়া ঢাল,
কষ্টে যাবে হয়তো তোমার ভবিষ্যৎ কাল।
জয় হল তোমার ভাবনা আছে মনে যত,
সুখে থেকো ভাল থেকো সুখ তারার মত।