অভিমানের অর্থ যদি হয় রাগান্বিত ভাব,
সেখানে সম্পর্কের ভিত্তির শক্তির হবে অভাব।
অভিমান করেছি আরো কাছে পেতে তোমায়,
হচ্ছে পরিস্থিতির অবন্নতি মনে জাগচ্ছে ভয়।
বিশ্বাসের উপর আস্থা ছিল ছিল অনেক আশা,
স্মৃতিগুলো ফিরে দেখে বুঝবে অভিমানের ভাষা।
দিন যায় সপ্তাহ যায় যায় চলে মাস,
আশা বিহীন ভাষা দেখে আমি আজ হতাশ।
ভুল ছিল আমারই বুঝতে পারচ্ছি আজ,
উচিত ছিল দিয়ে থাকতে প্রকৃত বন্ধুর সাজ।
যা করতে বলতে থাকতাম এটাই ঠিক এটাই ঠিক,
সত্য রাস্তা ঢেকে দিয়ে দেখাতাম নষ্ট রাস্তার দিক।
বিপদ আসলেই লুকিয়ে থাকতাম তোমার থেকে দুরে,
কষ্ট দেখলে কষ্টের ভান করতাম পিছন দিকে ঘুরে।
পারিনি এই উপকার করতে তোমার জানি সে দিন,
পারো যদি করো ক্ষমা থাকবো চিরঋন ।