অভিশপ্ত জীবন মানেই প্রবল স্রোতে একটা কচুরি পানা,
জীবন নদে কূল হারিয়ে সর্বক্ষন কষ্টের বোঝা টানা।
ভাসছে একা যাচ্ছে দেখা ঢেউয়ের ভাজে ভাজে,
মূল্যহীন বস্তুটাকে লাগবে না কোন কাজে।
কতজনে দেখচ্ছে তাকে বসে নদীর ধারে,
অভিশপ্ত জীবন থেকে কে বাঁচাবে তারে।
সবকিছু মেনে নিয়ে ছাড়লো জীবনের হাল,
হঠাৎ সামনে দেখতে পেল সরু একটা খাল।
অনেক কষ্টে ঢুকে পড়ল খালের ঐ স্রোতে,
মুক্তি পেল কষ্টের ঐ বড় নদী হতে।
এক দিন দুই দিন চলে গেল মাস,
একটু দুরে দেখতে পেল কয়েকটি বুনো হাঁস।
আশার আলো জাগলো বুকে করল স্বস্তি বোধ,
সুখের বার্তা আসবে চলে অভিশাপ হয়ে শোধ।
একটু কাছে যেতেই দেখে পানার ফুল কত,
আলোক রশ্মি জ্বালিয়েছে চাঁদ তারার মত।
মিশে গেল ওদের মাঝে হয়ে জাতি ভাই,
ফুটবে ফুল কোনদিন থাকিলো সেই আশায়।