আশা নামক এক অদৃশ্য আবেক কে নিয়ে সাথে দাড়িয়ে নদীর পােড় দেখতে পেলাম এক চিরন্তন সত্যের দৃশ্য।
দাড়িয়ে নদীর পাড়ে দেখিতে এক বার যারে
রয়েছি আমি অপেক্ষায়।
নদীর ঐ পাড়ে দেখিতেই তারে অনন্ত সুখের আভাষ বয়ে যায়।
অপেক্ষায় আছি দাড়িয়ে পিছনের স্মৃতি হারিয়ে
যদি তাকে ধরা যায়।
আসি আসি বলে যাচ্ছে সময় চলে তবু তাকে কাছে নাহি পাই।
অপলক দৃষ্টিতে তাকিয়ে হৃদ আকাশে তার ছবি আঁকিয়ে মন থাকিল তার আশায়।
কেটে গেল এক মাস দুই মাস বছর শেষে হল সর্বনাশ ।
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। কাছেই চলে এলো সে।
কিন্তু একি হল সবাই তোমায় দেখিল,
পারি না দেখিতে শুধু আমি তোমায়।
নদীর কলকল শব্দ বাজে অবিরত,
আমি যে শুনিতে পাই।
হারিয়ে দৃষ্টি ঝরে আখিতে বৃষ্টি
মন বলে একবার দেখিতে চাই।
যাবার সময় রবির ধোয়ায় তাকে একবার দেখিতে পাই।
অস্পষ্ট দৃষ্টিতে দেখিলাম জীবন খাতায় লেখিলাম
জীবন তরী চলে যায়।
যাবার সময় অস্পষ্ট ভাবে দেখা গেল সেই তরী যার অপেক্ষায় পেছনের সব কিছু ভুলে অপেক্ষায় ছিলাম।
বাস্তবতা টা হচ্ছেঃ
তরীর বুঝতে সমস্যা হয় নি যে আমাকে পাবার জন্য যে তার সব অতীতকে মুহূর্তে ভুলতে পারে সে হচ্ছে সবচেয়ে হৃদয়হীন সে হচ্ছে সবচেয়ে বড় প্রতারক।
হৃদয়হীন আর প্রতারকের পক্ষে যে কাউকে মুহূর্তে ভুলা অসম্ভব নয়।
আর আমি ঐ যে কেউ এর বাইরে নই।