কখনই দেখি নি ঐ আকাশ পানে চেয়ে,
একাকিত্ব কাটিয়েছি ঐ নদীকে সঙ্গ দিয়ে।
নেই চক্ষু নেই দেহ নেই প্রকাশের ভাষা,
চাপা কষ্ট জ্বলন্ত অনল থাকে নদীর বুকে ভাসা।
আমি যা পেলাম তা ঐ নদীর মাঝে,
হৃদ ভাষায় কথা হত বিকাল বা সাঝে।
মোদের মাঝে চলতে থাকলো দুই তিন মাস,
ভাব বিনিময়ের লাভের কথা হয়ে গেল ফাস।
এক সাঁঝে নদীর মাঝে তাকিয়ে দেখি আমি,
চাঁদের আলোয় জ্বল জ্বল করছে ঐ নদীর পানি।
তাকাতেই আকাশে পানে দেখি একটা চাঁদ,
তখন বুঝি নি ওটা ছিল আমার জন্য ফাদ।
সুন্দর আলো সুন্দর হাসি সুন্দর ছিল তার কথা,
গুড মর্নিং না বলিলে মনে লাগতো ব্যাথা।
সকাল হতো কষ্ট পেত আমার নিজের পেট,
শুপ্রভাত বলার পরেই খুলতাম খাবার গেট।
রাত এলে কথা শেষে বলতাম শুভ রাত্রি,
ঘুম চোখে বলতাম তাকে আমি ঘুমের যাত্রি।
এভাবেই চলতে লাগলো অনেক দিন বেশ,
আমাবস্যায় হয়ে গেল সব কিছু শেষ।
আকাশ কালো লাগে না ভাল কোথায় গেল চাঁদ,
এখন আমি কি করি জানাবো কাকে শুপ্রভাত?