দেখিতে তারার খেলা,
ভাসিয়ে কাঁঠের ভেলা।
আছি ঢেউহীন যমুনার মাঝে বসে,
পুরোনো স্মৃতির পরশে হৃদ প্রাচীর যাচ্ছে ধসে।
কত সুখ কত শান্তি ছিল আমার মনে,
পাখিদের গান শুনতাম বসে ঐ বনে।
গানের শেষে পাখির বেসে ডানা দুটো মেলে,
বাকি সময় কাটিয়ে দিতাম তারার সাথে খেলে।
আজ এটা কাল ওটা পরশু অন্যটার সাথে,
মনে হত সব তারাই ছিল আমার হাতে।
চল ছিল এমন খেলা অনেক দিন বেশ,
হঠাৎ করে সব খেলাই হয়ে গেল শেষ।
তাদের মাঝে একটার সাথে হল আত্নার জোড়া,
বলে দিলাম দুরে থাক বাকি তারা তোরা।
কত ভাব কত কথা হত তার সাথে,
অনেক সময় ভুলেই যেতাম ঘুমের কথা রাতে।
চলতে ছিল এমন ভাব অনেক দিন ভাল,
সব কিছুই নষ্ট হত এলে দিনের আলো।
হঠাৎ একদিন তাকিয়ে দেখি নীল আকাশ পাণে,
সব তারাই ভেসে গেছে আমাবস্যার বানে।
আজ অনেক দিন পর আকাশে অনেক তারা খেলা করছে কিন্তু সেই তারাটি আর আমার চোখে ধরা দিচ্ছে না। কোথায় যেন লুকিয়ে আছে। অনেক তপশা করেও তাকে খুজে পেলাম না। তাই ভাবলাম না পেলে কি হবে আকাশে তো কত তারা আছে আছে একটার সাথে খেলা করি। কিন্তু তা কি সম্ভব ?
মনে হয় না কারন তখন সব তারাকে দুরে থাকতে বলেছিলাম শুধু একটাকে বাদে আর আজ যদি তাকে না পেয়ে অন্য তারার কাছে যাই তাহলে তারা কি বলবে আমায়।