অনেক দুঃখ বুকে রেখে,
হাসিটা মুখে এঁকে অয়নের মাঝে উদিত হল:
দৃষ্টিতে দহন গড়িয়ে আসে জল,
এটাই কি তোমায় দেখার ফল?
প্রথম ক্ষণে মায়া পর ক্ষণে অনল জ্বেলে,
সেই তো দিলে আবার কেন ফিরিয়ে নিলে?
কি কর্ম কি খেলা,
পানিবিহীন ভাসিতেছে ভেলা।
দূর সাগরে নামছে জ্বলন্ত রবি,
মন সাগরে উঠেছে তার ছবি।
অভিশাপের ফল,
ভেঙ্গেছে আমার মনোবল।
ভাঙ্গা মন,
কাঁদে যখন তখন।
চিৎকারের শব্দ চারিদিক হয় স্তব্দ।