কষ্ট আমার নিরবতা কষ্ট আমার আখি,
কষ্ট আমার স্বপ্নে দেখা উড়ন্ত এক পাখি।
কষ্ট আমার শূন্য হৃদয় চলন্ত এক যন্ত্র,
কষ্ট আমার মন পাজরে লেগে থাকা মন্ত্র।
কষ্ট আমার দিবারাত্রি কষ্ট আমার আপন,
কষ্ট আমার নিত্য সঙ্গি কষ্টে জীবন যাপন।
কষ্ট আমার মনের ক্লান্তি কষ্ট বুকের গ্লানি,
কষ্ট আমার লোচন জুরে জমাট বাধা পানি।
কষ্ট আমার আধাঁর রাত কষ্ট রাতের তারা,
কষ্ট আমার জীবন প্রাণে শুধু তুমি ছাড়া।
কষ্ট আমার বিশাল আকােশ চাঁদ যেমন বাকা,
কষ্ট আমার নীল আকাশে রংধনুতে আঁকা।