আমি কবিতার ভাষা পাইনা খুঁজিয়া
পাই না খুঁজিয়া, সার্থকতার স্বাদ ।
আমি নিষ্ঠুরতার পৃথিবী ছাড়িয়া
খুজিতেছি আজ বিষন্নতার চাঁদ ।
আমি অকূল পাথার অনেক ঘুরিয়া
পাই না খুঁজিয়া, স্বচ্ছ বালুর খোজ
আমি সিন্ধু, দরিয়া সব ছাড়িয়া
খুজিতেছি আজ নীহারিকা রোজ রোজ ।
আমি আধার, তিমির সব ছেড়ে দিয়ে
ভাবিনা আজ আর দিবাকর নিয়ে ।
দিবাকর তবু আলোয় ভরাক
আমার জীবন আধারে জুরাক ।