সময়ের প্রয়োজনে আমি নিরুপায়
সময়ের প্রয়োজনে আমি আসহায়
সময়ের প্রয়োজনে,
আমি বালুচরে বাধি ঘর ।
আশায় বুকে যত আছে ক্ষত
সবি নিঃশেষ করে আমি হব রত
যত বিশ্ব দেখুক আমায়
আমি খোদারি কাছে নত ।
তব মনে রেখ আমায়,
হয়ত ফিরব না আমি সময়ের প্রয়োজনে -
হয়ত খুঁজবে না আমায় আর মনে মনে ।
আমি নিঃশেষ, পুরো নিঃশেষ ,
বেচে আছে আমার মুহূর্ত বিশেষ ।
আমি আর নেই! নেই, খুজোনা আমায়
আমি আজ ঘর বেধেছি সাগরের বালুকায়