এখন আর ভোর হয় না সূর্য দেখে
এখন আর ভোর হয় না মোরগ ডাকে
এখন আর ভোর হয় না কোলাহলে
তোমারই স্নিগ্ধ মনের সৃষ্টিকালে ।
আমি আশায় থাকি আসবে বলে নতুন ভোরের,
যে ভোরে বিশ্বমনের তৃষ্ণ হৃদয় বলবে কথা অদূর দূরের ।
আমি আশায় থাকি আসবে বলে স্নিগ্ধ সকাল,
যে সকাল তোমার আমার আলোয় ভরা বিশ্বকালের ।
যে সকাল মানবে বাধা সৃষ্টিকূলের ।
যে সকাল মানবে বাধা বিশ্বকূলের ।
যে সকাল বলবে কথা নতুন আশার,
যে সকাল কালের কাছে মানবে না হার ।
আমি তো সেই সকালের আশায় থাকি
আমি তো সেই সকালের ভাষণ গাহি
আমি তো সেই সকালের মুগ্ধ মাঝি
আমি সেই! সেই সকালের আশায় থাকি
লেখক পরিচিতি-
মনিরুল ইসলাম ফারাবী
সিরাজগঞ্জ সদর
মোবা:- 01914361169