গতকাল এমনি সময়
এখন হৃদয়ে মনে আত্মরতির সুখ
ট্যালকাম পাউডারে তুলতুলে বিছানায় যেন শুয়ে আছি ।
স্মৃতির শিকড় গুলো হৃদয় জমির রস শুষে বেড়ে চলে
কল্পনার অল্প আলো তোমার আয়ত চোখ ভেসে ভেসে ওঠে ।
বৃষ্টির জলের প্রেম খানা ডোবা ভরে ওঠে কলকল করে ।
আমার যখনি যাওয়া ট্রেনে করে দিনরাত
কষ্ট হয় ছেড়ে যেতে ,ট্রেনের কামরা যেন করে হাহাকার ।
আমার স্পর্শ পাওয়া বিভন্ন ষ্টেশন, দূরের আকাশ
প্রেমের বন্ধনে দেখি ঠাঁই করে নেয় ।
ভেবে দেখি গতকাল এমনি সময়
তোমার হাসির ছোয়াঁয়
ট্রেনের সমস্ত কামরা ধন্য হয়ে গেছে ।
রচনাকাল ১৯৭১