...কর্মযজ্ঞ

সকালে বাতাস মন্দ মধুর
অপরূপ মোহময়
বর্ণ গন্ধ লাবন্য মেখে
ফুল কত ফুটে রয় ৷

পাখীর কূজন ফুলের সুরভী
স্নিগ্ধ মমতামাখা
ভেবেছ কখনও কিসের জন্য
এত আয়োজন রাখা ?
ভেবেছ কখনো অপ্সরা ওই
ফুলের জন্ম কথা ?
ছোট্ট কুড়িটী গোপনে কেদেঁছে ,
অস্হির নীরবতা ৷


কত সাধনার অমৃত ফল তিলেতিলে সঞ্চয়
কি ছিল পিছনে ভেবেছ  কখনও
কেন হল তার জয় ?

ঘুমিয়ে কখনও ফোটান যেতনা
সুরভিত ঔ প্রাণ
অবিরাম তাকে জপিতে হয়েছে
জাগিবার মহা গান ৷
নদী উদ্দাম কলকল ছোটে
বন্ধন হীন ধারা
গতি যদি হয় দিশাহীন তবে
বালুকাতে হবে হারা ৷

জীবনের এই কর্মযজ্ঞে
নিজেকে ব্যাপ্ত কর  
ফুলের মতন ফুটিয়া উঠিয়া
সুরভিত কর প্রাণ ,
তটিনীর মতো হও দু্র্বার সূর্য্য জ্যোতির্ময়
মানুষের মাঝে মানুষের কাজে
হয়ে ওঠো নির্ভয় ৷