তুমি কেন কাছে আসো ?
#নিখিল রঞ্জন বিশ্বাস#

তুমি কেন কাছে আসো ?
তোমাকে বুকের মধ্যে টেনে নিয়ে খেলি ছিনিমিনি
আকন্ঠ এ পিপাসা ; অত্যন্ত নিবিড় করে একটা চুমুক
দিয়ে দেবো ভাবি রোজ ।
ভালোবাসা কাকে বলে ,ভালোবাসতে ইচ্ছে হয়
তোমাকে একলা পেলে কিছু একটা করবো ভাবি
কিন্ত ভয় হয় ,বিশ্বাসভঙ্গ হবে না তো ?
বদনাম আকাশের গায়ে থাকবে প্রজ্জ্বল
চিরদিন , দেখবে সবাই ।
অঙ্কের মধ্যে ডুবে যাই তাই ,পাই পরিত্রাণ ।
রাত্রে স্বপ্নে আসে অতৃপ্ত বাদুড়
রক্ত চূষে নিংড়ে ফেলে আমার শরীর
যৌবনের ঋণ মেটে ,হতাশার অন্ধকারে হই অস্হির ।
কবুতর কাছে নিয়ে পরম যত্নে তাকে স্পর্শ করি
দুদন্ড তোমাকে পেলে ডানা মেলে আকাশেতে করি ওড়াউড়ি
তুমি কেন কাছে আস ?
তোমার ছায়ার সঙ্গেও আমি চাই না জড়াজড়ি ।