আমরা বাঙ্গালী ।
হায়দ্রাবাদের ঝা চকচকে দোকান, বাজার, রা্স্তাঘাট
কলকাতা মৃতপ্রায় ছাতা ধরা বিবর্ণ মঞ্জিল ৷
দিল্লী,মুম্বাই বা চেন্নাই হাইটেক যাদু নগরী
দুঃখিনী কলকাতা বিদ্রোহে কল্লোলিনী, তিলোত্তমা নয় ৷
দূর্গা ও শ্যামা পূজোর সাংস্কৃতীর শ্রাদ্ধ প্রত্যেক বছর
বন্ধ নিশ্চই হবে রামমোহন আসবে ফিরে এই কলিযুগে৷
বঙ্গবাসী ঘেরাটোপে থাকে দূরদৃষ্টীর হয়েছে আকাল
কমপিউটারে বিদ্রোহ , আর মাস্তানী করে
এখন গিয়েছে রসাতল ৷
কৃষি বিপ্লবে ,শ্রমিক দরদে ফাঁকা বুলী সম্বল
ভারতবর্ষের কোনায় কোনায় বাংঙ্গালীর দুর্নাম
বিহারী উড়িয়া তামিল তেলেগু সামনে এগোয় যতো
আমরা বাঙ্গালী দলবাজী করি দাম্ভীক উদ্ধত ৷