বাচঁবার পথ চাই
এখানে স্বপ্ন অঙ্কুরে আজ মাঠে মাঠে মারা যায়
ললিত কুসুম ফোটে না কোথাও এই বাংলায় আর ৷
এখানে স্বার্থ হানাহানি আর রাজনীতি নিয়ে খেলা
প্রকাশ্য পথে খুন হয়ে যায় প্রত্যহ দুই বেলা ৷
বসন্ত আর রঙীন পাখায় জানায় না আগমন
চুপিচুপি এসে নীরবেই থাকে ভয় তার জনগন ৷
এখানে সত্য বিবেক বুদ্ধি দয়ামায়া কিছু নাই
ধর্মে বিভেদ দুর্নীতি রাজ সব কাজে 'তোলা' চাই ৷
যদি ভেবে থাক আমি বেশ আছি ওসব এড়িয়ে চলি
ঝামেলাতে নেই কাজ নিয়ে থাকি তবে কানে কানে বলি ৷
রেহাই পাবে না ঘরে বসে থেকে ; গুন্ডা পাঠাবে বাড়ী
ধরে নিয়ে শেষে রটাবে , তুমিই দুষ্ট অত্যাচারী ৷
আদালতে গেলে বিচার পাবেনা তোমার জীবন কালে
ন্যায় অন্যায় সব ঠিক হয় টাকার অকল্যানে ৷
আজব দুনিয়া বাংলার মাটি,তবু তার গুন গাই
ধ্বংসের গান আর নয় আজ বাঁচবার পথ চাই ৷