টাকার মূল্য

সে এক অমোঘ কথা আশ্চর্য বাস্তব
জীবন চলার পথে বড় হাতিয়ার
বিকল্প চলে না তার এইটাই ধ্রুব
জীবনের প্রতি ধাপে টাকা চাই ,টাকা ।

প্রতিভার স্ফূরণ ও বন্ধ হয়ে যায়
উপহাস অবজ্ঞায় পিষ্ঠ হয়ে যাবে
কখনও বা করুনার হিমেল তূষার
তোমার অস্তিত্ত্ব করবে বিলোপ ।

টাকা নিয়ে অবহেলা ,ঠকবেই জেনো
একদিন একথাটা সূর্যের  মতো
সাময়িক অন্ধকার কাটিয়েই ঠিক
তোমাকে সে জানাবেই সত্য অমোঘ ।

দারিদ্র অনাহার অপুষ্টিতে ঘেরা
সে বাচাঁটা বাঁচা নয় মূর্খ হেলাফেলা
যতই পন্ডিত হও সুখ পেতে হলে
জীবনে দাড়াঁতে হবে ধনীর সন্মানে ।


রচনাকাল : ৩০/৬/১৯৭০