বজ্রহানা দাও
পরিপূর্ণ আব্রুহীন রাস্তাটার মতো
তোমাদের শিলীভূত অস্তিত্ত্বের শিরঁদাড়া দিয়ে
অনেক অনেক অন্যায় প্রতিদিন
সোনা হয়ে যায়
মুক্তো হয়ে হেসে ওঠে তোমার ক্ষুধায় ।
তবু কি এখনও তুমি
দীর্ণ বিদীর্ণ হয়ে প্রতি অভিঘাতে
এদের ক্ষুধার যজ্ঞে আত্মাহুতি দিয়ে
নচিকেতা হবে ?
চিৎপটাং অসহায় রাস্তাটার মতো
বেচেঁ থেকে কি লাভ ?
তার চেয়ে এস না বন্ধু
কিছু সুখ কিছু সাধ তৃপ্ত হয়ে যাক ।
বিদ্যুৎ গরিলা হও রক্ত ও নিশ্বাসে
রাস্তার সমস্ত পিঠ ঢেকে দাও গভীর বিশ্বাসে ।
জমা থাক বিস্ফোটক অতল গভীরে
একটা বোতাম টিপে সময়ের নাভীদেশে
এদের সুখের স্বর্গে বজ্রহানা দাও ।
1971
------------------------------