আসুরিক উৎসব

আবার সেই জনস্রোত ,নারী, পুরূষ ,আলো, মাইক
চোখ ধাধাঁনো বাজী ,বোমা,
কেউ জ্বালাচ্ছে ছুঁছো তুবড়ী ।
পরিবার পরিকল্পনা ব্যর্থ ;
রাস্তায় পিপঁড়ের সাড়ি ,
পূজো একদিন
রাতভোর জনস্রোত সাতদিন ।
রূগ্ন ব্যক্তি মাইকের যুদ্ধ দামামা
শুনতে শুনতে মৃতপ্রায়
আনন্দের এ বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব
অথচ ওদিকে অন্ধকার এঁদো গলিতে
মানুষগুলো সংগ্রামে বিদ্ধস্ত ।
একটানা এ উৎসবে ওরা অনাহূত
ওরা চাইছে প্রলয় ।

শহরের সব দোকানে চাদাঁর জুলুম অন্যায় আবদার
প্রত্যেককে দিতে হবে
নতুবা উৎপীড়ন অত্যাচার ।
ক্ষোভ গোমড়ানো ধিকিধিকি
প্রতিবাদ চাই তীব্র
দাড়াঁতে হবে রুখে ,দরকারে পূজো বন্ধ
এমন পূজোর নেই দরকার ।

আসুরিক এ উৎসব নয় আর
অযথা কেন অপচয়
বীভৎস আলোর স্রোতে
কান্নার কলরোল অভাগার চোখে ।
ওদের দেওয়া অভিশাপ
বিদ্রোহের রূপ নেবে কোন একদিন
বিবেক বলে কি কিছু নেই আর
হৃদয় কি লোহার পিঞ্জর ?

১৯৭০
------------------------