ভূগোলের পাতায় ভ্রমন
ধবল গিরির তূষার দেখিনি ,দেখিনি তো বার্চ হিল
উড়িনি কখনও আকাশের বুকে যেখানে উড়িছে চিল ৷
সাগরের লোণা নীল জলে নেমে দেখিনি কেমন লাগে
মরুভূমি হেটে পার হয়ে যাই মনে কি বাসনা জাগে ৷
দিল্লী ,আগ্রা, অজন্তা গুহা অনেক অনেক দূর
জানিনা কোথায় আছে সিংহল, জাভা ,বালী ,মনিপুর ৷
চেরাপুঞ্জীর মেঘ ও দেখিনি শিলং শহরে গিয়ে
হাজারদুয়ারী ঢুকিনি কখনও একটা দরজা দিয়ে ৷
আমেরিকা কই আফ্রিকা কই কানাডা কোথায় আছে
ম্যাপ খুলে বসি ইতালীর রোম চোখের পাতায় নাচে ৷
কোথায় জাপান কোথায় ফ্রান্স কোথায় ইন্দোচীন
দেশ সে কোথায় আব্রাহমের কোথায় উইন্সকীন ৷
চার দেওয়ালের মাঝে বসে বসে দিন শুধু কেটে যায়
ভূগোলের পাতা খোলা পড়ে রয় মন বসে নাকো হায় ৷
----------------------------------
বি দ্র :১৯৭০ সালে লেখা যখন লেখালেখি সুরু করেছিলাম ৷