তোমরাই সত্যি
ট্রেনে যেতে যেতে ট্রেনের অস্তিত্ত্বটাকে
কখনও সম্পূর্ণ ভুলি
মনে হয় কামরা নয়, এ আমার তৈরী করা
সুসজ্জিত ঘর ।
এ পথ পরিক্রমায় তোমাদের ভুলে যাই কখন ও
নিশ্চিন্তে অন্যান্য চিন্তায় ব্যস্ত থাকি সত্যি ।
তখন সেটাই বাস্তব এ জীবন কর্মময় সংঘাতে সর্পিল ।
নিজেকে ব্যর্থ মেনে ধাপে ধাপে উঠে যেতে চাই
অথচ সত্যি যেটা ইষ্টিশন প্রেম হয় ট্রেন থেমে যায়
তাই আবার ভেবে দেখি তোমরাই সত্যি বটে আর কিছু নয় ।
বন্ধ ঘর একঘেয়ে ট্রেনেতে যখন ঝিমুই
ইষ্টিশন হইচই বলে দেয় নামার সময় ।
১০/৮/৭২