তোমার উচ্ছল ঢেউ

তোমার চোখে গভীর দীঘির কালো ছায়া
ক্যালেন্ডারের নেশার মতো মাদক তোমার শরীর
কালো রঙের স্কার্ট জাপটে আছে
কাজু বাদামের মতো হাঁটু ।
তোমার মুখ শ্রাবস্তীর কারুকাজ করা
অনন্য ভাস্কর্য্য ।

এর মধ্যে তুমি পাল্টে গেলে বাটিক প্রিন্টের শাড়ীতে ।
তোমার গভীরতা ক্রমশঃই বেড়ে গেলো
হয়ে গেলে খরস্রোতা নদী ।
নদীর দুপারে দাড়িয়ে আছে অজস্র বৃক্ষ বট
গভীর গোপন সম্পর্ক নিয়ে কথা বলে জল ।
যদি ও নিজেকে নদীর তীর বলে জানি
তোমার উচ্ছল ঢেউ আটকাতে হবে আজ
পাহাড়ের সঙ্গে তাই করেছি সখ্যতা
পানসী সাজিয়ে যাই
নেমে যাই তোমার বুকের গভীরে ।


রচনা :১৯৭১সাল