।তোমার সুখের স্বর্গ

পরিপূর্ণ বোঘি নিয়ে তৃপ্তির শূন্য ঘরে থাকা যায় শুয়ে
যেখানে আকাঙ্খা নেই না পাওয়ার ব্যর্থতা অনুজ্জল দিন
মনে হয় তৃপ্ত আমি বেকারত্ব মানহানীর কোন জ্বালা নেই
পরীক্ষায় ফার্ষ্ট ক্লাশ ব্যাঙ্কের মোটা মাইনে
এমনকি তোমার দু চোখ ভরা উজ্জল আহ্বান
সবকিছু একঘেয়ে তৃপ্তির শূন্যস্হানে জেব্রা করে রাখে ।

কল্লোলিনী কোলকাতা চব্বিশের যুবকের স্বপ্নে রঙীন                                
অসম্ভব যান্ত্রিকতা কলকাতা দুঃখিনী তবু স্বপ্নময় হয়
বেদনার্ত চোখ নিয়ে শিল্পী সেজে বসে থাকে জনকোলাহলে
চতুর্দিকে  নিত্যদিন নিজেদের প্রদর্শিত করে  
তোমার সুখের স্বর্গ আমার রঙীন স্বপ্ন হাতে হাত রাখে   ।  

৩০/৪/৭২