তোমার সাথে দেখা হ'লে
সবচেয়ে গমগম রাস্তাটার মোড়ে
সবচেয়ে জমকালো দোকানের ভীড়ে
ঘন্টার সঙ্গে আমি পাল্লা দিতে পারি
সিগারেট মুখে দিয়ে করে পায়চারী ৷
জীবনটা এইভাবে সুদৃশ্য মোড়কে
সাজানোর ইচ্ছে ছিল লোক কোলাহলে ৷
উটের গ্রীবার মতো চোখ নিয়ে
মানুষকে দেখে যাবো কৌতুহলভরে ৷
ঘন্টার পর ঘন্টা কাটে
তোমার দেখা নাই ,
ধোঁয়া ওড়াই গল্প করি আর আশ্বিনের গান
রাতের কড়া নিয়ন আলো
বিসমিল্লা সানাই
তোমার সাথে দেখা হলে তবেই পাবে প্রাণ ৷
বিদ্র: ১৯৭১ সালে লেখা , পরিমার্জনা ১৫/৪/২০১৮