তবু দীপ জ্বলে না
সুমিত্র দত্ত রায়
কত গুলো প্রশ্ন মনে জাগলো কবির এই সাম্প্রতিক কবিতা পড়ে ৷
"চাবুকের শব্দে ছিলাম বোবা কান্নায়" লাইনটার মানে কি হতে পারে ?
আমাকে চাবুক মারা হচ্ছে শব্দ করে সপাং সপাং ,আমি কাদঁতে পারছি না ৷ বোবা হয়ে গিয়েছি ৷
এটাই কি বলবার অভিপ্রায় কবির ?
"মাঝে মাঝে তিস্তায় যেতাম " কেন যেতাম. সেখানে কি আছে ,মার খাওয়ার সঙ্গে এর কি সম্পর্ক ?
কবি বলেন নি ৷কিন্তু উদার উচ্ছলতা ,বানভাসীর টান ,আয়েসে কাটতো চাদঁনী রঙীন দিন ৷শুধুই ।কি শব্দের প্রাচীর তৈরী করা ?সার্বিক ভাবে কি ফুটে বেড়োলো ?
এটা কি একটা গল্প লিখছেন কবি ?
পারলাম কই ? কি পারার কথা বলা হচ্ছে ?আজ চাবুক নেই ,নিষ্প্রভ বারান্দা ৷।
ঠিক কি বলতে চাইছেন ?
এখন আঘাত নেই ,দেবী হলাম কেন ?ফিরেছি বলেই ? আমি সেই চাঁপা ,দূরে রেখনা দেবী বলে , দয়া করো ৷
ভাঙ্গা গড়া ও একটা বিশেষ পদ্ধতি মেনে চলে তাহলেই পাঠকের সঙ্গে সম্পর্ক তৈরী করা সম্ভব আর তা যদি না হয় কবিতা লেখার সার্থকতা কোথায় ?
শেষ প্যারাগ্রাফ একই রকম ভাবে আপাত উদ্দেশ্যহীন শব্দ থোকার গুচ্ছ ৷পাথর প্রতিমা ,মন মরেনি ,চাতকের স্নান কুয়ো পাড়ে ,অন্ধকারে একা কাঁদি ,প্রতীক্ষা দীপ জ্বলে
বস্তুত এত এলোমেলো কবিতা কবির অস্হির মনের পরিচায়ক ,কোন সুষ্ঠু ভাব কবিতার মধ্যে ফুটে উঠেনি ৷কবি পুরোপুরি ব্যর্থ একটা বক্তব্য বা একটা ছবি তুলে ধরতে ৷ শব্দ গুলো এলোমেলো ভাবে প্রক্ষেপন করা হয়েছে কোন মালা গাথা হয়নি ৷
আশা করি কবির কবিতা লেখার পিছনে একটা উদ্দশ্য কাজ করে ,সেটা নিজেকে প্রকাশ করা ৷কে কত সুন্দর ভাবে নিজেকে প্রকাশ করে সেখানেই তার সার্থকতা ৷
আশা করি কবি নিজে এবং যারা কবিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তারা একবার আমার কথাগুলোর যুক্তি নিয়ে ভাববেন ৷ কবিকে এগিয়ে যেতে হবে সামনে সঠিক রাস্তায় ৷সে রাস্তা দেখাতে পারে বোদ্ধা পাঠক এবং অন্য কবি বন্ধুরা ৷
আমার উদ্দেশ্য কেউকে আঘাত করা নয় ৷ কবিতায় একটি গল্প বলার চেষ্টা হয়েছে সেটা
কতটা সার্থক হয়েছে ভবিষ্যত বলবে ৷ শ্রদ্ধেয় কবি সুমিত্র বাবু একজন প্রথিতযশা ব্যক্তি অনেক দিন ধরে ভাল ভাল কবিতা লিখছেন ৷ আরো ভাল কবিতা আমাদের উপহার দেবেন ভবিষ্যতে এই কামনা করি ৷ আমি আসরে নতুন ,সমালোচনা করা বোধ হয় আমার উপযুক্ত কাজ নয় , তাড়াহুড়ো করে নিজের আবেগকে সবার সামনে তুলে ধরার জন্য লজ্জিত ৷ পাঠকরা কবি বন্ধুরা নিজ গুনে ক্ষমা করে দেবেন ৷