তবেই হবে সার্থক
তুমি যখন কথা বলবে অবশ্যই হাত নাড়বে
বিভিন্ মুদ্রায় ৷
শব্দের সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুল নেচে যাবে
সমুজ্জল হবে তুমি পান্ডিত্যে ও প্রজ্ঞায় ৷
যখন কথা বলবে হবে না শঙ্কিত ৷
সতমিথ্যা যা ই হোক জানা বা অজানা
প্র্রতি শব্দ স্পষ্ট হবে মন্ত্র উচ্চারণে
যেন গীতা বা কোরাণ থেকে হয়েছে উদ্ধৃত ৷
যখন কথা বলবে জানবে তুমি ই ঈশ্বর
অথবা ঈশ্বরের প্রিয় শিষ্য তার বানী নিয়ে
জগতে এসেছো করতে ধর্ম প্রচার
তোমার অমূল্য বানী খ্র্রীস্ট সমাচার ৷
তুমি ছাড়া সব বৃথা ,তোমার জন্য সব কিছু ৷
সবই তোমার মায়া এবং লীলা ৷
অন্যসব পারিষদ এবং উপসর্গ মাত্র ৷
তবেই সার্থক তুমি, মানবে সবাই তোমায় ৷
ধর্ম ,ব্যাবসা,সাহিত্য, বানিজ্যিক প্রতিষ্ঠার সব্বোচ্চ চূড়ায়
অবশ্যই পৌছে যাবে সবাইকে নীচে ফেলে পায়ের তলায় ৷
বিদ্র : ২০০২ সালে রচিত এখন পরিমার্জন করা হলো