তখন যাওয়ার সময়
সময় প্রসন্ন হলে আশে পাশে মানুষ ও গ্রহ
সবাই সাহায্যের জন্য বাড়িয়ে দেবে হাত
তুমি না চাইতেই ৷
তারপর যখন একদিন উল্টো হাওয়া বইবে
পোড়া শোল মাছ ও লাফিয়ে পালাবে নদীতে ।
পরিধেয় কাপড় খুলে ধরতে যাবে হাঁস
তোমাকে উলঙ্গ রেখে পালাবে আকাশে ;
ভাগ্যের এমনই পরিহাস ।
ভাগ্যের চাঁকা একদিন ঘুরবে
চাই ধৈর্য্য ও বল ।
সুসময় আসবে ঠিক ৷
সব না পাওয়ার দুঃখ
একদিন দূর হবে ।
অর্থ ,যশ ও সুখ সব এসে ধরা দেবে
হাতের মুঠোয় ।
কিন্তু তখন যে যাবার সময় ;
তরী নিয়ে ঘাটে বসে ভাগ্য বিধাতা ;
চাওয়া পাওয়া সব হিসাবের থলি
সঙ্গে নিয়ে তৈরী হও ; যেতে হবে বহু দূর
অজানা সে পথ ৷