তিলোত্তমা কলকাতা
আরো কিছু শুভ্র রজনীগন্ধা
আমাদের আশেপাশে হেঁটে চলে যায় ;
যাদের দেখলে মন প্রফুল্ল হয়
অথবা গভীর দুঃখ ৷
রাস্তায় বাজারে শহরে
সর্বত্র কুৎসিৎ দলাদলি ৷
হারগিলে দালাল আর জল্লাদের
অশুভ আঁতাত
রং চটা তোবরানো সরকারী বাস
ভাঙ্গা রাস্তা ,দুপাশে নর্দমার বমি ;
শহরের বাড়ী গুলো শ্যাওলা ধরা জীর্ণ
বয়সের ভারে ন্যূব্জ;
গাড়ী ,বাড়ী ,রাস্তা, মেয়ে এবং মানুষ
চলো সবার মুখে একটু রং মাখাই ৷
স্কুলে,বাড়ীতে, শিশু,অবলা একলা নারী
পশুদের হাতে নিগ্রহ হয় রোজ,
কলংক লেগে থাকে টিভির পর্দায় ৷
আকাশে ঝুলে থাকে পেট্রোল ও ডিজেলের ধোঁয়া
মানুষের অকর্ণমন্যতা ,দৈন্য ও লোভ ৷
এসো কিছু বিশুদ্ধ বাতাস ও সুন্দর রজনীগন্ধা
আকাশের বুকে যাই রেখে ৷
কোলকাতা তিলোত্তমা হবে ঊর্বষীরা কই ৷
বিদ্র: ৫ বছর দিল্লী কাটিয়ে কলকাতা ফেরার পর প্রতিক্রিয়া ৷
--------------------