বিড়ালের কবিতা লেখা

পোষা বিড়ালটা সারাদিন  আমাকে লক্ষ্য করে
কখন কি খাচ্ছি আমি , অথবা
মুঠোফোনে কার সঙ্গে কি বলছি কথা ।

শুধুই পেটের চিন্তা কবিতা বোঝার নেই ঝামেলা ।
কখন একটা হুলো এসে  জানালায়
ইঙ্গিতে জানালো প্রেম
ওমনি সে দৌড়ে গেলো ;
কবিতার শব্দ নিয়ে চলবে এখন খেলা ।
শুধু পেটের চিন্তা নয়
ওরা শেষে কবিতাও লিখবে ।

https://www.facebook.com/panihaty