যুদ্ধ জমবে
সব ঝড় থেমে যাবে কাল রাত্রি কেটে যাবে
আবার নতুন সূর্য্য উঠবে নতুন সকাল ৷
সব ক্লেদ সব গ্লানি ধুয়ে মুছে নিয়ে
চাবুক সঙ্গে নিয়ে চড়ো তেজী ঘোড়া ৷
যেতে হবে অনেকটা পথ চড়াই উৎরাই খাড়ি
পার হতে হবে ঠাট্টা বিদ্রুপের শানিত তরবারী ৷
কারো পাকা ধানের ক্ষেতে দিইনি মই
ভীমরূলের চাঁকে শুধু মেরেছি পাথরটাই ৷
প্রত্যাঘাত করবেই তারা আজ না হোক কাল
মানীর সম্মান হানী করতে পারিনি আড়াল ৷
কৌরবরা একশো ভাই কৃষ্ণের নারায়নী সেনা
যদি কৃষ্ণ থাকে সাথে যুদ্ধ সহজে হারবো না ৷