শ্রীপঞ্চমী বালিকারা

একবাগান ফুল নিয়ে শ্রী পঞ্চমী বালিকারা
গন্ধ বিলোয়
রাস্তার ল্যাম্পপোষ্ট ও দাঁড়িয়ে  দাঁড়িয়ে দেখে
সারমেয় লেজ নাড়ে ।
সত্তরের আন্দোলনে আমাদের জীবনটা অন্ধকার ঘরে ।
একমুখ দাড়িঁ নিয়ে সেলুনেও রাস্তায়
উত্তেজক আলোচনা রোমাঞ্চে ভরপাই ।

বাগানের চারাগুলো রজনীগন্ধা বুকে কাপড় সামলায়
পুলিশের কালো ভ্যান মুহূর্তে ছুটে আসে দমকা হাওয়ায় ।
আমরা অদৃশ্য হই তবুও খবর পাই লাশ রাস্তায়
গুলির আওয়াজ হয় ,
পুলিশের ভ্যানে পরে দু চারটে  বোমা
তারপর থমথমে শ্মশানের নিঃস্তব্ধতা
রাস্তা পুরো ফাঁকা ।

এইভাবে যৌবন কাটে
সমকামী বন্ধুদের সঙ্গে আড্ডায় ।
কখন ঋতু পাল্টে যায় ,
শ্রীপঞ্চমী বালিকারা একদিন
সমস্ত বাগান নিয়ে কোথায় হারায় ।

১৫/১/৭২
--------------------------