শিশু হয়ে যাই ।
তোমার বয়স যখন তিরিশ চল্লিশ পঞ্চাশ
পার হয়ে যাবে
তোমার পাওয়ার আকাঙ্খা
ক্রমশঃই আশঙ্কায় পরিণত হয়ে
কমতে কমতে শূন্যের কাছে যাবে
কিন্তু কখনই শূন্য হবে না ।
মাথাটাকে হাতের তালুতে রেখে
শুয়ে আছি শূন্যে
সম্রাটের মতো পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ।
পাওয়া না পাওয়ার পথ বেয়ে
নিতান্ত বিরক্তি নিয়ে
অনেক পাওয়ার আশা
ক্রমশঃই ছেঁটে ছুঁটে দিই ।
বয়সের নুড়িগুলো ,না পাওয়ার বেদনায়
লোফালুফি করতে করতে
ছোট হতে হতে
সব ভুলে যাই ,
শিশু হয়ে যাই ।