যুদ্ধে শহীদ হবো
বন্ধ্যা সময়ের হাত ধরে চলতে চলতে
কেটে গেছে অনেক বছর ।
শ্যাওলা জমে গেছে আজ হৃদয়ে শরীরে ।
ভালোবাসা অস্ফূট কোরকে একদিন
গচ্ছিত রেখেছিলাম তোমার মন্দিরে ,
পদদলে পিষ্ট করে দুহাতে সরিয়ে দিয়ে
গিয়েছিলে অন্য বনভূমি ;
পৃথিবীকে চেয়েছিলে সহস্র দৃষ্টিতে
চুমুক দিতে চেয়েছিলে অমৃত ভান্ডার ।
আমার লাঞ্ছিত প্রেম একদিন প্রতিষ্ঠা পাবে,
বিদীর্ণ হবে তোমার হৃদয় ।
বসে আছি পৃথিবীর কিনারায়,
সামঞ্জস্য বিহীন এক সৃষ্টিহীন সময়ের পথে ।
পান্ডুর মতো পিতৃত্ব চাইনা আমি ,চাইনা পঞ্চ পান্ডব
যুদ্ধে শহীদ হবো ,তোমার আকাশে রব চির ভাস্বর ।