নিঃস্বার্থ ভালোবাসা
ABP Ananada খুলিনা ভয়ে
খুললেই বিজ্ঞাপনের মহিলারা রে রে করে তেড়ে আসে
কিনতেই হবে তাদের দেখানো পন্য ।
না হলে আমার হাজার টাকা জরিমানা ।
TV বন্ধ রেখেছি এখন খুলছি না আর ভয়ে
উন্নয়নের ঝড় বইছে উড়িয়ে নিয়ে যাবে ।
pressure cooker যখন শোঁ শোঁ আওয়াজ করে
সামনে থাকিনা ভয়ে, ওটা ফেটেও যেতে পারে ।
মুঠো ফোন বন্ধ করে শুই রাতে
ক্যান্সার হওয়ার ভয় ।
চতুর্দিকে এত ভয় শরীরে জ্বর নিশ্চই
একোনাইট দিয়ে রাখি কখন কি হয় ।
কাজু বাদামের ফেনী কিংবা মহূয়ার মত্ত সোমরস
না খেলে কিভাবে ছড়াবো আর
আধুনিক কবিতার তীব্র ফুলঝুড়ি
না বোঝা জীবনের গাঢ় অনুভূতি ।
মৃত মানুষের সাথে খই ফুল উড়ে যায়
বাতাসে রেখে যায় ফিনফিনে দুঃখ ,কিছু আনন্দ ইতিহাস ।
কবির মতন আর কে আছে বলো
বিনি পয়সায় উজাড় করে দিয়ে যায়
জীবনের গূঢ় অর্থ নিঃস্বার্থ ভালোবাসা ।
--------------------------------