স্বার্থপর দৈত্য
শেয়ার বাজারে পেন্ডুলাম ছুয়ে হেঁঠেছি অনেক ৷
উপর নীচ করে করে নাগরদোলায় কেটেছে জীবন
কেনাবেচা অংক কষা শুধু লাভ লোকসান ৷
তাকানো হয়নি চারপাশে ,প্রজাপতির রঙীন পাখায়
নীল আকাশ ঝুলে থাকে শঙ্খচিল পাখীর চীৎকার ৷
টুনটনি নেচে চলে পেয়ারার ডালে ডালে নতুন পাতায় ৷
চার দেয়ালের মধ্যে থাকা ভাঙা গড়ার খেলা
দুঃখ কষ্ট সুখ ও অসুখ প্রতিদিনের মেলা
প্রিয় সম্পর্ক নষ্ট হয় ধূলো মাটি পলেস্তরায় ৷
সুযোগ হারাই হীরে চুনী পান্না নষ্ট হয়ে যায় ৷
একদিন সবাই চলে যায় সময়ের অলীক মায়ায়
শেয়ারের পেন্ডুলাম এখনও দুলছে দেখি অবিরাম
হাতছানী দিয়ে বলে
কুবেরের ধন আছে ,নিও না বিশ্রাম ৷
মাতাপিতা পুত্র কন্যা পরিজন সকলেই সরে যায়
দূর থেকে দূরে ৷
আমি থাকি স্বার্থপর দৈত্যের মতো নিজের বাগানে
হৃদয়ে রক্ত খুড়ে খুড়ে ৷
-------------------------