সে আশায়
গাছের মতন আমি ছায়া ফেলি সূর্যের ইঙ্গিতে
হৃদয়ে জমানো ইচ্ছে বেহিসাবী হওয়া নয় কিছুতেই
ভাবাবেগ তবু আসে ইপ্শিত কামনার দাহ নিয়ে
হিসাবের চোরাবালী নিঃশব্দে কথা বলে বুকের ভিতর ।
ঘনঘন নাড়া দেয় পাইনি কি এতদিন সেই ব্যথা
মুহূর্তে মনেহয় আমিই ত স্রষ্টা সমস্ত অলীক
পদানত এ পৃথিবী আমারই ছোয়াঁয় বাচে প্রতিদিন
হিমাদ্রী শেখর আমি কেন এই সংশয় কেন আশাহীন ।
খুশির ছোঁয়াতে তুমি জানি ঠিক ফোটাবে কুসুম বুকে
স্বপ্নের মাঝে আমি অবহেলে ওষ্ঠে আঁকিব চুম্বন
পক্ষীশাবক হবে আঙুলের মাঝ খানে কবে তুমি
সারাদিন সে আশায় ঘুরি আমি তোমার চতুর্দিকে ।
December 1971