সময়ই সব
            
পাঞ্চালীর বস্ত্র হরণে সবাই দেখেছে তামাশা
পরাক্রমশালী পঞ্চপান্ডব লজ্জায় লুকোয় মুখ
পরিত্রাতা শেষে সেই শ্রীকৃষ্ণ সবার অলক্ষে
রক্ষা পেয়েছে কূলবধূর লাজ লজ্জা ও মর্যাদা
যদিও রক্ষা পায়নি কুরু বংশ অবশেষে ।
পান্ডবদের পক্ষ নিয়ে নিজের বুদ্ধি ও কৌশলে
ধ্বংস করেছেন কুরুবংশ যাদের পক্ষে ছিল
পৃথিবীর সেরা পরাক্রম শালী সব বীর ও যোদ্ধা ।

প্রদ্যুম্ন নিজের ছেলে ছদিন বয়সেই চুরি হয়
শম্বর অসুর তাকে ফেলে দেয় সমুদ্রের অতল গভীরে ;
বিশ্বজয়ী সুদর্শনচক্রধারী কিছুই করতে পারেন না ।

সময়ই সব কিছু নির্ণয় করে সবাই নিমিত্ত মাত্র
সময়ই শ্রীকৃষ্ণ ,ব্রহ্মা,বিষ্ণু এবং মহেশ্বর ।
একদিন আমার ও সময় ছিল ,ছিল রাজ্যপাট
এখন চামচিকা মৃদু হাসে দেখে যায় আমার ললাট ।