রোজ যু্দ্ধ নয়
সূর্য্যের নরম আলো চিনারের পাতা ছুঁয়ে শহর রাস্তায়
জাহাঙ্গীর,নূরজাহান এখন ও জীবন্ত আছে শালীমার বাগে ।
জঙ্গী রক্তবীজ পাহারায় বসে আছে গোলাপের নীচে ।
কাশ্মীর তোমার নয় কাশ্মীর আমার নয়
উৎসর্গে দেওয়া আছে দেবতার কাছে ।
বিশেষ আইন দিয়ে বাধাঁ আছে ঝীলমের তীর
ভারতে থেকেও এরা পরদেশী ,ভারতীয় নয় কোনভাবে ।
এদের স্বপ্ন আশা দূরাশার ঘনঘোরে বস্তাবন্দী আছে ।
আমাদের বন্ধু হাত এদের দূরাশাকে করেছে অস্হির ।
ছাত্র ,যুবা,গৃহবধূ সবাই রাস্তায় ,প্রতিরোধে
ঘৃণা হিংসায় উন্মত্ত জনতা আজ পাথর খন্ডকে
করেছে কামানের গোলা ,
জঙ্গীর রক্তবীজ প্রত্যেক ঘরে ঘরে বাড়ছে দাপিয়ে ।
ঝীলমের স্বপ্ন, গঙ্গা কাবেরীর স্বপ্ন কখনও এক নয় ।
দেবরাজ ইন্দ্রকে হতে হবে কঠিন কঠোর ,
উৎসর্গে দিয়ে রেখে রাজনীতি চালাকী আর কত দিন ?
ভেঙ্গে দাও মেরুদন্ড ভেঙ্গে দাও স্বপ্ন গভীরে ।
আমরা সবাই সমান এই রাজার রাজত্বে ।
বিহার ,বঙ্গ ,উড়িষ্যা সবাই আসুক ,বসাক ঘর এখানে
তামিল ,তেলেগু, পাঞ্জাবী, ঝীলম গঙ্গায় যাক মিশে ।
বিশেষ আইন আগুনে পোড়াও দিল্লীর রাজপথে ।
গৃহ যুদ্ধ হয় হোক ক্লীবত্ব যাক ঘুচে
রোজ যুদ্ধ নয় ,একদিন হয় হোক ।
সিদ্ধান্ত নিতে হবে ;
শিখন্ডী রাজার যুগ আর নয়
নতূন সূর্য্য আজ দিগচক্রবালে ।
---------------------------
https://www.facebook.com/panihaty