উঠোনে গোলাপ
এক একটা ঋতু আসে
উঠোনে গোলাপ ক্ষেতে রং লাগে ।
পাগল বাতাস গন্ধে বিভোর বাগানে ঝিমোয় ।
পঞ্চদশী বালিকার বিভ্রান্ত হৃদয়ে
মৌমাছি গুনগুন সারা দিন গান গায় ।
তোমরা ঘরের মধ্যে তাস আড্ডা দাবা নিয়ে
না মেলা অঙ্কের রহস্যে মশগুল থাকো ।
বিএ এম এ পাশ করে ফ্যা ফ্যা করে চাকরি খোঁজ ।
রকের আড্ডায় বসে স্বপ্নের দিন কেটে যায় ।
উঠোনে গোলাপ ক্ষেতে ঝড় আসে
একদিন তারা সব চুপি চুপি হেঁটে চলে যায়
তোমাদের বুকের উপর দিয়ে
কোন এক অজানা দ্বীপের ঠিকানায় ।