যুদ্ধের মহড়া
O.P.khanna র বই পড়তে পড়তে চোঁখ বুঁজি
ক্ষমতার অলিন্দে হেটেঁ বেড়াই ,যক্ষের ধন খুজিঁ
সরকারী আমলা হবো অথবা ব্যাঙ্কের সাজানো সংসার
ভাবুলতা ঝেড়ে ফেলি কঠিন পরিশ্রম যা কিছু দরকার ।
শব্দের বুঁদবুঁদ মাছের মতন আর জলখেলা নয়
যত্ন করে লিখে রাখি খবরের খুটিঁনাটি পরীক্ষার ভয় ।
জলের গভীর দিয়ে নিরিবিলি একাএকা পায়চারী করি
চাকরিই পাখীর চোখ যেমন করেই হোক মারা চাই তীর
কবিতার শব্দ মৃত, খান্নার সেনারা দাড়িঁয়ে যুদ্ধে স্হির
বেকারীর যন্ত্রনায় লিখিনা কবিতা কিংবা ওজনদার ছড়া ।
মন প্রাণ সপেঁ দিয়ে দিনরাত করি শুধু যুদ্ধের মহড়া ।
১৯৭১