পূজোর একটা মাস
সারাটা বছর আষ্টে পৃষ্টে দারিদ্র্য
হতাশ যৌবন
তাস আড্ডায় সৌখিন রাজনীতি ঘিরে
কাটছে জীবন ।
শরৎ আসলে তাকে না চেনার ভান করে
অন্যমনে থাকি ।
শহরের সমস্ত দামাল যুবক রাত্রির অন্ধকারে
স্প্রিংএর ছুরির মতো ফনা দিয়ে ওঠে ,
দীর্ঘ শরীরে লাফায় স্বাস্হ্য ,ঘোড়ার অহঙ্কারে ।
ঋদ্ধা অবয়ব নারী ফুলের পাপড়ি মেলে
হেসে ওঠে ।
সকলেই আস্ত একটা রাজপুত্তুর ।
আমার ঘরের মধ্যে শুধু
বিষণ্নতা ডানা মেলে দেয় ।
পূজোর এই একটা মাস
কেমন করে কাটাই আমি একা ?
রাজপুত্রামী, নারী আর সৌখিন বুর্জুয়াভাব
আমার ঘরের মধ্যে বারুদের ঘ্রাণ ,
ঢুকতে সাহস করে না কোন শহুরে নবাব ।