যা তোমার প্রিয়তম
সবচেয়ে যা তোমার প্রিয়তম
তাকে রাখো গোপন সিন্ধুকে
মাঝে মাঝে দূরে যাও স্মৃতিটুকু নিয়ে
মাঝে মাঝে ভুলে যাও ।
যে গানের সুর এসে বলে যায়
কিছুই হয়নি পাওয়া জীবনে
এ জীবন আশ্চর্য সুন্দর ।
কখনও বা মনে হয় একা আমি এ বিশ্বে
চলমান ,আর,সবই,অশরীরি ।
কি এক অলৌকিক জীবনের জন্য
এই বেঁচে থাকা ।
কী ভীষণ ভালো লাগে ,
সুর হয়ে ভেসে যাই অসীম আকাশে ।
অথচ সে গান যদি দিনরাত বারবার
বেজে চলে
দুর্বিসহ হয় ।
যা তোমার প্রিয়তম তাকে মাঝে মাঝে
মনের সমুদ্রতলে রেখে দাও চাপা
তোমাকে দেখলে একা
স্মৃতির বৃষ্টি হয়ে ধোয়াবে হৃদয় ।
যা তোমার প্রিয়তম তা আরো মহার্ঘ হবে ।
1971