পৃথিবী এখনো ঘোরে

পৃথিবী এখনো ঘোরে তাই ভাবি বসে
জীবন তবু ও চলে থেমে সে ত নেই
আকাশে চন্দ্র তাঁরা তবু কেন ওঠে
প্রশ্ন নিয়ে সারাক্ষন আবিষ্ট এ মন ।

যৌবনের মৃত্যু নেই নেই মৃত্যু ভয়
অফুরাণ খুশী ওড়ে শহর উদ্বেল
হাতে হাত ধরে ওরা নিশ্চিন্ত আপন
ইহকাল পরকাল ঠোঁটের হাসিতে ।

সন্ধ্যার শহর যেন বাধ ভাঙ্গা নদী
ফুটপথে রাস্তায় সুন্দরীর ভীড়
সিনেমায় ফেটে যায় বেরসিক বোমা
জীবনে আশার আলো তবু ঝিকমিক ।

বেঁচে থাকা আনন্দের তাই ভাবি মনে
যদিও মৃত্যুভয় পড়ন্ত নিঃশ্বাসে
একমনে গান গাই রবীন্দ্র সঙ্গীত
জীবন সফল হবে মঙ্গল আলোকে ।

কিন্ত কখন ও তবু উদাসী বিকেল
থমথমে মেঘ করে আকাশের বুকে
মনেহয় প্রেতাত্মা এ গত জীবনের
আমরা সবাই বসে কবরের নীচে ।

রচনাকাল : 1971
--------------------